Why boys should learn sewing
এখন ছেলেদের সেলাই শুরু করা উচিত এমন মনে করার পিছনে আমাদের কারণগুলো দেওয়ার আগে আমরা এটা পরিষ্কার করতে চাই যে আমরা বিশ্বাস করি দুই লিঙ্গের ক্ষমতায় কোনো পার্থক্য নেই। ছেলে এবং মেয়েরা মন দিয়ে করলে সবকিছুই করতে সক্ষম। এমন বলার পরেও আমরা বলব যে আরো ছেলেদের সেলাই শেখা উচিত বলে মনে করি আর এর পিছনে আমাদের কাছে অনেক ভাল কারণ আছে।
এটা মনঃসংযোগ আর ধৈর্য বাড়ায়
সেলাই জানলে সেটা দারুণ দক্ষতা আর এর অনেক সুবিধা আছে। যেহেতু আপনি নানা উপকরণ নিয়ে সুক্ষ্মাতিসূক্ষ্ম খুঁটিনাটি দিক নিয়ে কাজ করেন সেহেতু এমন একটা কাজ আপনাকে ধৈর্য শেখায়, আপনার মনঃসংযোগের আর মনোযোগের ক্ষমতাও বাড়ায়। নিয়মিত সেলাই করেন এমন অনেকেই বলেন যে সেলাই শুরু করলে তারা ‘মগ্ন’ হয়ে যান। তারা যা বোঝাতে চান তা হল তারা বহির্বিশ্ব থেকে সরে গিয়ে যা করছেন তাতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। এটাই তো আমাদের সমস্ত বাচ্চাদের, ছেলে এবং মেয়ে উভয়েরই শেখা দরকার। এই বয়সে যখন মনোযোগ অল্পেই ভেঙে যায়, তখন এমন একটা কাজ থাকা ভাল যা আপনাকে অনেকক্ষণ ধরে মনঃসংযোগ করতে সাহায্য করে।
বেশিরভাগ ফ্যাশন ডিজাইনার কিন্তু পুরুষ
সত্যি বলতে, এর কোন কারণ নেই। এটা রন্ধনশিল্পের ক্ষেত্রেও একই রকম, যেখানে আপনি দেখবেন পেশার উপরের দিকে বেশিরভাগই পুরুষ। আমরা যা বলার চেষ্টা করছি তা হল সেলাই শুধু মহিলাদের জন্য নয়, সেদিন চলে গেছে। আজ আপনি সেলাই করতে জানলে বিশ্বের কয়েকটা সেরা ফ্যাশন আর ডিজাইন স্কুলে ভর্তি হওয়া সহজ হয়ে যায়।
সব গতানুগতিকতা ভেঙে দিন
আমরা সবাই সেলাই মেশিনে বসা একজন করুণাময়ী মা-ঠাকুমার/দিদার ছবি দেখে বড় হয়েছি। এটা বড্ড সেকেলে! আজ বিশ্ব বদলেছে আর প্রত্যেককেই সে যা ভালবাসে তা করার সুযোগ দেওয়া হয়। তাই আসুন, এই ছবিগুলোতে আরো ছেলেদের ছবি দিতে শুরু করি। কে জানে হয়ত আপনার ছেলে পরবর্তী বড় আন্তর্জাতিক ডিজাইনার হবে।
আত্মনির্ভর হওয়ার সময়
এটাই একটা জায়গা যেখানে সেলাই অনেক সাহায্য করে। যেহেতু আমাদের বাচ্চারা আরো বেশি করে বাড়ি ছেড়ে অন্য শহরে পড়তে বা কাজ করতে যায়, তাই তাদের আত্মনির্ভরশীল বানাতে আর অন্যের উপর নির্ভরশীল না হওয়ার জন্য দক্ষ করা দরকার। সবারই ভাঙা বোতাম বা খুলে যাওয়া হেম সেলাই করতে পারা উচিত। সেলাই কিট প্রত্যেক বাড়ির অঙ্গ হওয়া উচিত।
এখন আপনি যদি ভাবছেন যে আপনার ছেলেকে কিভাবে সেলাই শেখাবেন, তাহলে Ushasew.com এর বাইরে আর কিছু দেখতে হবে না। সেলাই শুরু করতে সঠিক দক্ষতা অর্জনের জন্য দরকারি সমস্ত ধাপের পাশাপাশি আপনাকে সেলাই সম্পর্কে সবকিছু বোঝাতে আমরা পাঠ আর প্রকল্পগুলো ডিজাইন করেছি। পাঠগুলো বিশদে আছে আর তাতে অনুসরণ করার মত সহজ আর পরিষ্কার নির্দেশাবলী আছে। প্রত্যেক পাঠ পরবর্তী পাঠের ভীত। আপনার নির্দিষ্ট কিছু দক্ষতা এসে গেলে আপনি প্রকল্প পাবেন যাতে আপনি এইসব নতুন শেখা দক্ষতা ব্যবহার করতে পারেন।
এমনসব প্রকল্প যা আকর্ষণীয় আর সন্তুষ্টি আনে
পাঠগুলোর মাঝে আপনি যে প্রকল্পগুলো পান সেগুলো চ্যালেঞ্জ করার জন্য আর আপনি যা শিখেছেন তার সদ্ব্যবহার করতে রাখা হয়েছে। যেমন, প্রথমটা বুকমার্ক তৈরি সম্পর্কে। আপনার সোজা লাইন আর কোণ বরাবর সেলাই করতে শেখার পরেই এটা দেওয়া আছে। কাজেই এই প্রকল্প ঐ দুটো ক্ষমতা ছাড়া আর কিছু ব্যবহার করে না। যে পুরষ্কার পাওয়া যায় সেটা কিন্তু বিস্ময়কর। আপনার সৃষ্টিকে বাস্তবায়িত হতে দেখা এক বিস্ময়কর অনুভূতি।
তাই যদি আপনার ছেলে, মেয়ে, নাতি বা নাতনি থাকে, অথবা আপনি নিজেই সেলাই শিখতে চান, তাহলে আপনার পাঠ সঙ্গে সঙ্গে শুরু করতে Ushasew.com এ লগ ইন করুন। অল্প সময়েই আপনি একটা খুব উপযোগী দক্ষতা শিখবেন যা খুব কাজে লাগবে।
যখন আপনি দেখানো প্রকল্পগুলো করতে শুরু করবেন তখন আমাদের কোনো সামাজিক নেটের যে কোনো পৃষ্ঠায় আপনার সৃষ্টিগুলো শেয়ার করবেন। আপনি নিচে লিঙ্কগুলি পাবেন।