We want you to stitch on paper
Ushasew.com এ লগ ইন করলে আপনি দেখবেন যে এটা বেশিরভাগ ‘কিভাবে সেলাই করবেন শিখুন’ সাইট থেকে আলাদা। প্রথমত ৯টা আলাদা ভারতীয় ভাষায় আমাদের সমস্ত পাঠ আর প্রকল্প আছে। তবে আরো গুরুত্বপূর্ণ হল, আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেক পাঠ আর প্রকল্প যেন সাবধানে পরিকল্পনা করা হয় আর সঠিক দক্ষতা দেওয়ার জন্য সঠিক তথ্য যেন থাকে।
এখন প্রথম পাঠ শেখা যাক। এটাতে আপনাকে সেলাই শেখায় না। তার পরিবর্তে আপনার ঊষা সেলাই মেশিন ঠিকমত সেট আপ করার বিষয়ে আপনাকে স্পষ্ট আর সরল নির্দেশ দেয়। আপনি কিভাবে আপনার মেশিনে সুতো পরাবেন, কিভাবে সুচ পরিবর্তন করবেন, ববিন স্পুল আপ করা, সুতোর টান সামঞ্জস্য করা আর কাজটা ভালভাবে করতে অন্যান্য যেসব বিবরণ লাগে তা শিখবেন।
দুই নম্বর পাঠেও কোনো সেলাই শেখানো নেই!
পরবর্তী পাঠে যান আর তখনও আপনি সেলাই শুরু করবেন না। এখানে আপনি মেশিনে হাত সেট করবেন আর এর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনবেন। এটা করতে আমাদের কাছে প্রিন্ট আউট করার মত ডাউনলোডযোগ্য পিডিএফগুলি আছে। এই শীটগুলো সত্যিই দক্ষ হওয়ার চাবিকাঠি। অনুশীলনের জন্য প্রত্যেক পাতায় আলাদা পাঠ আছে।
প্রথমটা আপনাকে সোজা লাইনে সেলাই করতে বলে। আপনি এটা মেশিনে কোনো সুতো না লাগিয়ে কাগজে করেন। তারপরে আপনি আরো জটিল প্যাটার্নে যান। কিছু ক্ষেত্রে আলাদা কোণের কর্নার থাকে, অন্যগুলোর সমকেন্দ্রীয় বৃত্ত থাকে। এই অনুশীলনগুলোর উদ্দেশ্য হল আপনাকে দেখানো যে সুচ কিভাবে যায়, আপনাকে সেলাইয়ের উপর নিয়ন্ত্রণ আর নিখুঁত হওয়ার ক্ষমতা দেওয়া।
কাগজের পুরনো শীট রিসাইকেল করুন।
আপনি যে পাঠগুলো প্রিন্ট করেছেন সেগুলো করার পরে যে কোনো পড়ে থাকা কাগজে করা শুরু করতে পারেন। আপনি পুরনো সংবাদপত্র, পুরনো প্রিন্টআউট থেকে পাতা নিয়ে ব্যবহার করতে পারেন। ডাউনলোডগুলো থেকে যা শিখেছেন আপনি তা অনুসরণ করুন আর যতটা সম্ভব ভাল না হওয়া পর্যন্ত অনুশীলন করে যান।
আপনি কখন কাপড় করতে শুরু করবেন?
আপনি অনেক অনুশীলন করার পরে আর আপনার দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী হলে কাপড়ের উপর করতে পারেন। আমরা সুতির উপরে করার সুপারিশ করি যেহেতু সেটার ক্ষতির সভাবনা সবচেয়ে কম আর তুলনায় সস্তা। পুরনো জিনিসের উপর, এমনকি এমন কাপড় যা আপনি আর পরেন না তাতে আপনার অনুশীলন করা উচিত।
এভাবে আপনি কাপড়ের বুনন দিয়ে কিভাবে সূচ চলে সে সম্পর্কে একটা অনুভূতি পাবেন আর আপনি সেলাইয়ের দৈর্ঘ্য সামঞ্জস্য করে, এমনকি সেলাইয়ের বিভিন্ন প্যাটার্ন করেও দেখতে পারবেন।
পার্ফেক্ট হতে চাই অনুশীলন
কোনো শিল্পনৈপুণ্যের মোদ্দা কথা হল অনুশীলন করে যাওয়া। আপনি যত করবেন, ততই আপনার ঊষা সেলাই মেশিনের উপর বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়ত দেখে থাকবেন কিভাবে ‘দরজি মাস্টার’ কখন মেশিনকে থামাতে হয় জানেন যাতে একটাও সেলাই নষ্ট না হয়। প্রান্ত সেলাই করার সময় তারা কিভাবে কত অবিশ্বাস্য রকম নিখুঁত আর সুন্দরভাবে করেন। আপনিও দক্ষতার এমন পর্যায়ে যেতে পারেন, আপনাকে শুধু প্রথমে কাগজের উপর অনুশীলন করতে হবে, তারপরে কাপড়ে যাবেন।
অনুশীলনকে একটা মজার খেলা করে তুলুন।
আপনি মৌলিক বিষয়গুলো রপ্ত করে ফেললে আর পরবর্তী পর্যায়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে কিছু সরল খেলা খেলে দেখতে পারেন। একটা পত্রিকা থেকে ছবি নিয়ে সেলাই মেশিন ব্যবহার করে তার আকৃতির কিনারা বরাবর যাওয়ার চেষ্টা করুন। নানা আকারের বিভিন্ন আকৃতি বানান। Ushasew.com এর পাঠে দেওয়া নির্দেশগুলো সবসময় অনুসরণ করার কথা মনে রাখুন। আপনি দেখবেন যে মূলনীতি সবসময় একই থাকে, শুধু ব্যবহার পরিবর্তিত হয়।
একটা প্রকল্প নেওয়া
আরেকটা টিপ আমরা ভাগ করতে চাই, তা হল আপনি কোনো প্রকল্পে যেতে প্রস্তুত বোধ করলে তখন একই পদ্ধতি অনুসরণ করুন। ভিডিও দেখুন আর তারপর নির্দেশাবলী অনুসরণ করুন, তবে কাপড়ের পরিবর্তে কাগজ ব্যবহারের চেষ্টা করুন। এতে আপনার কাপড় বাঁচবে আর প্রত্যেক ধাপে ঠিক কতটা করতে পারছেন তা বুঝতে সাহায্য করবে।
সব পাঠ আর প্রকল্পগুলো Ushasew.com একসাথে কাজ করতে ডিজাইন করেছে। আপনি খেয়াল করবেন যে কয়েকটা পাঠ শেখার পরে একটা করে প্রকল্প পাবেন। বাস্তবে কিছু বানানোর সময় আপনি যা শিখেছেন তার সদ্ব্যবহার করতে আপনাকে সাহায্য করার জন্য এই প্রকল্প এখানে রাখা হয়েছে। এটা আপনাকে বুকমার্ক, ব্যাগ, এমনকি ফ্যাশনেবল পোশাকের মত আকর্ষণীয় জিনিস গড়তে দেয়। তাই অনুগ্রহ করে ধৈর্য ধরে সঠিক ক্রমে এইসব পাঠ দেখুন।আপনি বিস্ময়কর কিছু প্রকল্প তৈরি করলে বা অন্য কিছু তৈরি করতে আপনার দক্ষতা ব্যবহারের সিদ্ধান্ত নিলে, অনুগ্রহ করে তা আমাদের সাথে যে কোনো সামাজিক নেটওয়ার্কে শেয়ার করুন। আপনি পৃষ্ঠার নিচের অংশে ঊষা সেলাই সামাজিক পৃষ্ঠাগুলোর লিঙ্কগুলো খুঁজে পাবেন।