Privacy Policy

উষা ইন্টারন্যাশনাল লিমিটেড (“ইউআইএল” বা “আমরা” বা “আমাদের”) www.usha.com (ওয়েবসাইট)-এর মালিক এবং তা পরিচালনা করে। আমরা ব্যবহারকারীর (আপনি, আপনার) গোপনীয়তার সুরক্ষার গুরুত্ব বুঝি এবং সম্মান জানাই। আমরা ব্যক্তিগত তথ্য বা ডেটা বা তথ্য (“ইনফো”) রক্ষা করতে বদ্ধপরিকর যা আমাদের ব্যবসা সংক্রান্ত পরিষেবা দেওয়ার সময় আমরা সংগ্রহ, অধিকার, ব্যবহার, প্রসেস, রেকর্ড, সংরক্ষণ, স্থানান্তরণ, উন্মোচন, সেসব নিয়ে কাজ করি এবং আপনার থেকে পাই। সেই অনুযায়ী, নিম্নোক্ত হলো আমাদের প্রাইভেসি পলিসি যা কয়েকটি মাপদন্ডের সাথে, নির্ধারিত করে কিভাবে আমরা এমন তথ্যকে রক্ষা করব যা আমরা আগে বলা উপায়ে পেয়েছি বা ব্যবহার করেছি। এই প্রাইভেসি পলিসিটি বর্তমান ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং তার অধীনে তৈরী হওয়া নিয়মাবলীর (“আইটি অ্যাক্ট”) প্রতি মান্যতা রাখে।

এই পলিসিটির সম্ভাবনা এবং প্রাসঙ্গিকতা

এই প্রাইভেসি পলিসি (এই পলিসি) ইউআইএল, তার সহযোগী, এবং অধীনের কোম্পানিগুলি, তার কর্মচারী, স্টাফ এবং টিম মেম্বারগণ যারা আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ, অধিকার, ব্যবহার, প্রসেস, রেকর্ড, সংরক্ষণ, স্থানান্তরণ, উন্মোচন, ডীল, পরিচালনা এবং আপনার থেকে গ্রহণ করে এবং ভারতে থাকা তৃতীয় পক্ষ অন্তর্ভুক্ত তবে সীমিত নয়, যেকোনো কনসালটেন্ট, কন্ট্রাক্টর, অ্যাডভাইজার, অ্যাকাউন্টেট, এজেন্ট, ব্যক্তি, ইউআইএল-এর প্রতিনিধি এবং/অথবা পরিষেবা প্রদানকারী ইত্যাদি যারা ইউআইএলকে অথবা তার হয়ে তার ব্যবসা সম্পর্কিত পরিষেবা দিয়ে থাকে (“তৃতীয় পক্ষ”) এই সকলের ওপর প্রযোজ্য। এই পলিসিটি সারসংক্ষেপ করে যে আমরা আপনার সঙ্গে সম্পর্কিত কি ধরণের তথ্য (যা এরপর সংজ্ঞায়িত আছে) সংগ্রহ করি, সংগ্রহ করবার উদ্দেশ্য, সেই তথ্যের সংরক্ষণ এবং ব্যবহার, কার সঙ্গে এই তথ্য ভাগ করা/স্থানান্তরণ করা হতে পারে এবং কিভাবে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করব।

দ্রষ্টব্য: আমাদের প্রাইভেসি পলিসি কোনো সূচনা ছাড়াই যেকোনো সময় বদলে যেতে পারে। এটি নিশ্চিত করতে যে আপনি কোনো বদল সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, অনুগ্রহ করে এই পলিসিটি নিয়মিত দেখুন। এই ওয়েবসাইটটিতে এসে আপনি স্বীকার করছেন যে আপনি এই প্রাইভেসি পলিসির শর্তাবলী দ্বারা আবদ্ধ। যদি আপনি এতে সম্মত না হন, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করবেন না। ওয়েবসাইটটি কেবল ব্যবহার করলেই, আপনি এই প্রাইভেসি পলিসি অনুসারে আপনার তথ্য ভাগ করতে সম্মতি দিচ্ছেন। এই প্রাইভেসি পলিসিটি ব্যবহারের শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই শর্তসাপেক্ষ।

আমরা যে ধরণের ব্যক্তিগত খুঁটিনাটি অথবা তথ্য সংগ্রহ করে থাকি

এই পলিসিতে এই কথাটি; ব্যক্তিগত তথ্য বা তথ্য এবং উদ্ধৃতি; (ইনফো) এমন ব্যক্তিগত তথ্য বোঝায় যা আপনাকে চিহ্নিত করে এবং/অথবা একজন ব্যক্তি হিসেবে আপনাকে চিহ্নিত করতে পারে। আপনার সঙ্গে যুক্ত যে ধরণের তথ্য আমরা সংগ্রহ করতে পারি তাতে নিম্নোক্ত ব্যক্তিগত তথ্য থাকতে পারে।

  • নাম
  • ঠিকানা
  • মোবাইল নং
  • আইপি অ্যাড্রেস
  • ই-মেল অ্যাড্রেস
  • উপরুল্লিখিত অনুচ্ছেদগুলি সম্পর্কিত যেকোনো বিবরণ যা আমাদের পরিষেবা প্রদান করবার জন্য দেওয়া হয়েছে.

যদি কোনো তথ্য যা উন্মুক্তভাবে উপলব্ধ কিম্বা পাবলিক ডোমেইনে পাওয়া যায় বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 অথবা অন্য কোনো আইন যেটি বর্তমানে বলবৎ রয়েছে তার অধীনে পাওয়া যায়, সেগুলিকে এই পলিসির স্বার্থে তথ্য বলে মান্য করা হবে না।

এছাড়াও, আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে উন্মোচিত করা হবে না যদি না আপনাকে পরিষেবা প্রদান করবার জন্য এবং/অথবা তদন্ত করতে সাহায্যের জন্য, বেআইনি কাজকর্ম, সন্দিগ্ধ জালিয়াতি, কোনো ব্যক্তির প্রতি সম্ভাব্য ক্ষতি, ওয়েবসাইটের ব্যবহারের নিয়মাবলীর অবমাননা রোধ করা বা সে সম্পর্কে পদক্ষেপ নেওয়ার জন্য অথবা আইনি দাবির বিরুদ্ধে রক্ষা করা এবং বিশেষ পরিস্থিতি যেমন কোনো নিয়ম, সাবপীনা, কোর্টের অর্ডার, আইনি কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থা যাদের সেইরকম তথ্যের প্রয়োজন তাদের অনুরোধ বা আদেশের প্রতি আনুগত্য বজায় রাখার জন্য সেই তৃতীয় ব্যক্তির আপনার তথ্যের প্রয়োজন হয়। আপনার দেওয়া তথ্য একত্রিত করে সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়। আমরা আপনার গোপনীয়তার অধিকারকে সম্মান করি, অতএব, আপনার তথ্য সংগ্রহ, অধিকার, ব্যবহার, প্রসেস, রেকর্ড, সংরক্ষণ, স্থানান্তরণ, সেসব নিয়ে কাজ এবং উন্মোচন করতে গিয়ে নিম্নোক্ত নির্দেশিকার পালন করব:

  • প্রযোজ্য ভারতীয় আইন অনুযায়ী তথ্য সংগ্রহ, অধিকার, ব্যবহার, প্রসেস, রেকর্ড, সংরক্ষণ, স্থানান্তরণ, উন্মোচন, সেসব নিয়ে কাজ এবং উন্মোচন করা হবে;
  • নির্দিষ্ট, আইনী এবং বৈধ কারণের জন্য তথ্য সংগ্রহ করা হবে এবং যে প্রয়োজনে তা সংগ্রহ করা হয়েছে সেই কারণেই ব্যবহৃত হবে।
  • তথ্য যে উদ্দেশ্যে সংগ্রহ এবং ব্যবহার করা হয়েছে তার প্রাসঙ্গিক/প্রয়োজনীয় হবে;
  • তথ্য কেবল ততদিনই সংগ্রহিত থাকবে যতদিন সংগ্রহের এবং ব্যবহারের উদ্দেশ্যের জন্য তা প্রয়োজন; এবং
  • অবৈধ গতিবিধি বা ব্যবহার, বেআইনি প্রসেসিং, এবং অবৈধ বা আকস্মিক ক্ষতি, ধ্বংশ, বা সেই তথ্যের ক্ষতি রোধ করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

ব্যক্তিগত খুঁটিনাটি অথবা তথ্য সংগ্রহের, সংরক্ষণের এবং/অথবা ব্যবহারের উদ্দেশ্য

তথ্য সংগ্রহের, সংরক্ষণের এবং/অথবা ব্যবহারের মূল উদ্দেশ্য হল:

  • আমাদের ব্যবসার প্রক্রিয়া, কাজকর্ম এবং ব্যবস্থাপনা যাতে অন্তর্ভুক্ত তবে সীমিত নয়, ব্যবসার ফলাফল, পরিষেবার চলন, যেকোনও কন্ট্রাক্ট-এ প্রবেশ করা এবং সেটি নিয়ে কাজ করা, পরিষেবার গুণমান বজায় রাখা, আমাদের থেকে যে প্রোডাক্ট আপনি নিয়েছেন তার জন্য সাহায্য করা;
  • আপনার সঙ্গে যুক্ত অর্ডার(গুলি) পূর্ণ করা, যা, আপনার ট্রানজাকশান রিকুয়েস্ট পূর্ণ কোর এবং আপনার অনুরোধ করা পণ্য ডেলিভার করা;
  • আপনাকে তথ্য অথবা পণ্য প্রদান করা যা আপনি আমাদের কাছ থেকে অনুরোধ করেছেন অথবা যেগুলি আমরা মনে করি আপনার মনঃপুত হবে, হিসেব রাখা এবং সাধারণ প্রশাসনিক এবং পরিষেবা সংক্রান্ত প্রক্রিয়াগুলি;
  • আমাদের অধিকার বা সম্পত্তি অথবা আমাদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে;
  • প্রযোজ্য আইনি প্রয়োজনীয়তার সঙ্গে অনুবর্তিতা যার মধ্যে অন্তর্ভুক্ত তবে সীমিত নয় সরকারী রিপোর্টিং, ইত্যাদি, এবং প্রযোজ্য আইনের অন্তর্গত বিধিবদ্ধ/আইনত নিয়মাবলী, বিচারসংক্রান্ত অথবা প্রশাসনিক এদেশের পালন করতে, আইনগুলির সঙ্গে অনুবর্তিতা করতে;
  • বর্তমান পরিষেবা কিম্বা সম্ভাব্য নতুন পরিষেবা যা আমরা দিতে পারি সে সম্পর্কে আপনার অভিমত সম্পর্কে গবেষণা করতে আপনাকে যোগাযোগ করতে;
  • নির্দিষ্ট কিছু কল, চ্যাট এবং অনলাইন কেনাকাটা সম্পর্কিত অন্যান্য কথোপকথন মনিটর বা রেকর্ড করা, যাতে হয় আপনি আমাদের বা আমরা আপনাকে যোগাযোগ করেছেন এবং কর্মচারীদের প্রশিক্ষণের জন্য অনলাইন চ্যাট অথবা গুণমান নিশ্চিত করতে বা কোনো নির্দিষ্ট লেনদেন বা কথোপকথনের প্রমাণ রাখতে;
  • দৈনন্দিন ব্যবসা/কাজকর্ম করতে গিয়ে এইরকম তথ্য আমাদের সহযোগীদের এবং সহযোগী কোম্পানিগুলিকে দেওয়া যেতে পারে, আমাদের কর্মচারী/স্টাফ এবং তৃতীয় পক্ষদের এমন তথ্য বিশ্লেষণ করবার জন্য বা আমাদের পক্ষ থেকে যাতে অন্তর্ভুক্ত তবে সীমিত নয় আমাদের পরিসংখ্যানগত বিশ্লেষণ করতে সাহায্য করা, আপনাকে ই-মেল বা ডাকযোগে পত্র পাঠানো, গ্রাহক পরিষেবা প্রদান করা, কার্যক্রম, পণ্য, তথ্য এবং পরিষেবাগুলির সম্পাদন করবার ব্যবস্থা করা ইত্যাদি;
  • ডিরেক্ট মার্কেটিং এবং প্রচারের উদ্দেশ্যে;
  • ওয়েবসাইট পরিচালনা করতে, আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু উন্নত করতে যাতে আপনাদের উন্নত প্রোডাক্ট এবং/অথবা পরিষেবা প্রদান করতে এবং নিশ্চিত করতে যা আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তুকে আপনার জন্য শ্রেষ্ঠভাবে পরিবেশন করা যায়।
  • আমাদের সার্ভারের সমস্যা চিহ্নিত করতে, এবং আমাদের ওয়েবসাইট পরিচালনা করতে। আপনাকে চিহ্নিত করতে সাহায্য করতে এবং বিস্তারিত জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করতে আপনার আই-পি অ্যাড্রেসও ব্যবহার করা হয়; এবং
  • আমাদের ব্যবসার সঙ্গে সম্পর্কিত

ডেটা সংগ্রহ করবার উপায়

তথ্য ছাড়াও, আমরা হয়ত ডেটা সংগ্রহ করবার উপায় যেমন “কুকিজ” কিম্বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারি কিছু নির্দিষ্ট ধরনের তথ্য পেতে যখন আপনার ওয়েব ব্রাউজার আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হয়। কুকিজ হল ছোট ফাইল যাতে কয়েকটি ক্যারেক্টর থাকে যা আপনার ব্রাউজারকে চিহ্নিত করে। কুকিজ ওয়েবসাইটটিকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে দেয় যা ওয়েবসাইটে আপনার আগমনকে আরও কার্যকর করে। একটি সেশনের সময় আমাদের ওয়েবসাইট কুকিজ এবং অন্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারে যাতে চলাচল দ্রুত হতে পারে এবং বিষয়বস্তুর হিসেব রাখা যায় এবং বেনামী যাতায়াতের তথ্য সংগ্রহ করা যায় যা আমরা আমাদের ওয়েবসাইটকে মার্কেটিং এবং প্রচারের প্রয়োজনে উন্নত করা যায়। এছাড়াও আমরা একটি সেশনের সময় আপনাকে যাতে কম পাসওয়ার্ড ব্যবহার করতে হয় তার জন্য কুকিজ ব্যবহার করতে পারি। কুকিজ আমাদের এমন তথ্য প্রদান করতেও সাহায্য করে যা আপনার পসন্দসই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক। বেশিভাগ কুকিজ “সেশন কুকিজ” হয়, অর্থাৎ সেগুলি একটি সেশনের শেষে আপনার হার্ড ড্রাইভ থেকে নিজে থেকেই ডিলিট হয়ে যায়। যদি আপনার ব্রাউজার তার অনুমতি দেয়, আপনি যেকোনও সময় আমাদের কুকিজ অস্বীকার করতে পারেন, যদিও সেই ক্ষেত্রে আপনি হয়ত ওয়েবসাইটের কিছু ফিচার্স ব্যবহার নাও করতে পারেন এবং একটি সেশন চলাকালীন আপনাকে আপনার পাসওয়ার্ড কয়েকবার দিতে হতে পারে। আপনি আপনার ব্রাউজারকে রিসেট করে কুকিজ অস্বীকার করাতে পারেন বা আপনাকে সাবধান করাতে পারেন যখন সেগুলি পাঠানো হচ্ছে।

আমরা আমাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে লগিং ব্যবস্থাও ব্যবহার করি যাতে আপনার কম্পিউটার ব্যবস্থার ব্যবহার রেজিস্টার করা যায়। এটি পারফরমেন্স, সততা এবং এই ব্যবস্থাগুলির সুরক্ষা নিশ্চিত করতে করা হয়। আমরা বেনামী ব্যবহারের খোঁজ এবং বিশ্লেষণ করতে এবং গবেষণার জন্য আমাদের আগন্তুকদের এবং সদস্যদের তথ্য সংগ্রহ করতে তৃতীয় পক্ষের সঙ্গে কন্ট্রাক্টও করেছি। এমন তথ্য বাইরে কেবল নামহীন, একত্রিত ভাবে দেওয়া হয়। এমন তৃতীয় পক্ষ অবিরাম কুকিজ ব্যবহার করে আমাদের আগন্তুকদের অভিজ্ঞতাকে উন্নত করতে, আমাদের ওয়েবসাইটের বিষয়বস্তু পরিচালনা করতে, এবং আগন্তুকদের ব্যবহারের হিসেব রাখতে সাহায্য করে। আমাদের হয়ে এমন তৃতীয় পক্ষ দ্বারা সংগ্রহিত সমস্ত তথ্য কেবলমাত্র আমাদের দ্বারাই ব্যবহৃত হয় কিম্বা আমাদের পক্ষে এবং তা বাইরে কেবলমাত্র নামহীন, একত্রিত ভাবেই ভাগ করা হয়।

আমরা এটি করবার সবরকম চেষ্টা করব কিন্তু এটি নিশ্চিত ভাবে দাবি করি না যে আমাদের ওয়েবসাইট কোনওরকম ভাইরাস, কম্পিউটার দূষক, ওয়ার্ম, অথবা অন্য ক্ষতিকারক উপাদান থেকে মুক্ত থাকবে।

আপনি এটি স্বীকার করেন যে আমাদের সাইটটি, তার পরিষেবা এবং বিষয়বস্তু “যেমন আছে” এবং “যেমন উপলব্ধ” ভিত্তিতে প্রদান করা হয়, কোনরকম ওয়ারেন্টি ছাড়া, প্রকাশিত অথবা ঊহ্য। আমরা কখনই দাবী করি না যে কোনো পরিষেবা কোনো কারণের জন্য বিরামহীন, সময় অনুযায়ী, সুরক্ষিত বা ভ্রান্তিহীন হবে যেমন তবে শুধু এগুলিই নয় গ্রহণকারী নেটওয়ার্ক, সার্ভার বা অ্যাপ্লিকেশনের ওভারলোড/ ব্রেকডাউন, আমাদের নিয়ন্ত্রণের বাইরে সিস্টেম ফেইলিওর বা নেটওয়ার্ক-এ মাত্রাধিক ট্র্যাফিক।”

আপনার তথ্য উন্মোচন এবং স্থানান্তরণ

আমরা এই পলিসি এবং সকল প্রযোজ্য আইনী প্রয়োজনীয়তা অনুযায়ী আপনার তথ্য উন্মোচন বা স্থানান্তরণ করব। আপনার তথ্য উন্মোচন বা স্থানান্তরণ করা হবে বিভিন্ন সময়, যেমন প্রয়োজন হবে, নিম্নোক্ত কারণে:

  • ব্যবসার প্রয়োজনে: (i) আমাদের কার্যালয়ে উপযুক্ত কর্মচারী/স্টাফ/ব্যক্তিদের; (ii) আমাদের সঙ্গে যুক্ত এবং সহযোগী কোম্পানিগুলির সঙ্গে; (iii) ভারতবর্ষে বা বিদেশে আইটি অ্যাক্ট অনুযায়ী আমাদের ভিন্ন কার্যালয়ের সঙ্গে; (iv) যেকোনো তৃতীয় পক্ষের সঙ্গে, কোনো সম্ভাব্য বা বাস্তবিক ব্যবসায়িক স্থানান্তরণের ক্ষেত্রে; (v) আমাদের ব্যবসা এবং আমাদের প্রদান করা পরিষেবা সম্পর্কিত।
  • তৃতীয় পক্ষের প্রতি: যারা আমাদের সাথে বা বিভিন্ন শিল্পে ও বিভিন্ন ধরণের ব্যবসায় আমাদের পক্ষে কাজ করেন। আমরা আমাদের ব্যবসায়িক প্রয়োজনে বা এতদুল্লিখিত উদ্দেশ্যে আপনাদের তথ্য প্রকাশ, শেয়ার, হস্তান্তর বা যে কোন তৃতীয় পক্ষকে প্রেরণ করব। এইরূপ তৃতীয় পক্ষ আমাদের থেকে প্রাপ্ত আপনাদের তথ্যাবলি এই পলিসি এবং প্রচলিত আইন অনুসারে বিধিবদ্ধভাবে, সুরক্ষা ও দায়িত্ব সহকারে প্রসেস করবেন এবং সর্বপ্রকার যথাযোগ্য সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার পদ্ধতি গ্রহণ করবেন, যাতে আপনাদের তথ্যাবলি তাঁদের নিজেদের স্বার্থে ব্যবহৃত না হয় অথবা আপনাদের তথ্যাবলি অন্য কারো কাছে প্রকাশিত হয়। আমাদের বা যে কোন তৃতীয় পক্ষ দ্বারা আপনাদের তথ্যাবলি প্রচারিত হবে না।
  • আইনের আবশ্যিক শর্ত: আইন এবং/অথবা বিধিবদ্ধ অধিকারি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ভারতীয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড (“সি.আই.বি.এল”)-এর প্রয়োজন হলে যে কোন বিচারালয় এবং/অথবা সরকারি প্রতিষ্ঠান/সত্তার প্রয়োজন মোতাবেক অথবা কোন বিচার পদ্ধতির জবাবে, পরিচয় সুনিশ্চিত করার উদ্দেশ্যে বা যথাযোগ্য আইনানুসার কোন তৃতীয় পক্ষের নিবারণ, উদঘাটন, সাইবার ঘটনা সহ অন্যান্য তদন্ত, ফৌজদারী সোপর্দিকরণ, অপরাধের শাস্তিবিধান অথবা যদি আমরা মনে করি যে যথাযোগ্য আইন, নিয়ন্ত্রণবিধি, আইনি পদ্ধতি বা সম্পাদনীয় সরকারি অনুরোধ অথবা হিসাবরক্ষণ এবং কর বিধি অনুসার সহ আমাদের অধিকার বা সম্পত্তি রক্ষার্থে অথবা অনৈতিক কার্য্যকলাপ, সম্ভাব্য প্রতারণা, সুরক্ষা বা কারিগরী বিষয়গুলি অথবা কোন ব্যক্তির কায়িক সুরক্ষার প্রতি সমূহ বিপদের প্রতিকার নিমিত্ত তদন্ত করা, অনুসন্ধ্যান করা, বাধা দেওয়া অথবা পদক্ষেপ নেওয়া।
  • কেন্দ্রীভূত ডাটা প্রসেসিং কার্য্যকলাপ: আমাদের ব্যবসায় সুচারুরূপে পরিচালনার নিমিত্তে আমাদের ডাটা প্রসেসিংয়ের কিছু অংশ আমরা কেন্দ্রীভূত করেছি। এইরূপ কেন্দ্রীভূত করার ফলে আপনার তথ্যাবলির (i) এক দেশ থেকে অন্য দেশে (ii) অন্যান্য স্থানে কর্মরত আমাদের কর্মিবৃন্দের/ইউআইএল-এর অধীনস্থ বা সংসৃষ্ট সংস্থার কর্মিবৃন্দের প্রতি হস্তান্তরিত হতে পারে, যদিও আপনার তথ্যাবলির হস্তান্তর ইউআইএল-এর মধ্যে হলে তা এই পলিসির অন্তর্গত শর্তাবলি অনুসারেই প্রসেস করা হবে।

সুরক্ষার জন্য সাবধানতা

তথ্যাবলির ক্ষতি, অপব্যবহার এবং পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা আমাদের ওয়বসাইটে যথাযোগ্য স্থানে কঠোর সুরক্ষাবিধানের প্রাবধান রেখেছি। আপনার অ্যাকাউন্ট তথ্যের পরিবর্তনকালে বা অ্যাকাউন্ট তথ্যে প্রবেশকালে আমাদের সুরক্ষিত সার্ভারের ব্যবহার করার প্রস্তাব রাখছি। আপনার তথ্যাবলি আমাদের হাতে আসা মাত্রই আমরা তাকে অনৈতিক প্রবেশ থেকে সুরক্ষিত রাখার জন্য নিষ্ঠাসহকারে কঠোর সুরক্ষাবিধি পালন করি। আপনার তথ্যাবলিতে অনৈতিক প্রবেশ বা তার পরিবর্তন, প্রকাশ ও নষ্ট করা রুখবার জন্য আমরা যথাযোগ্য সুরক্ষা পদ্ধতির প্রয়োগ করে থাকি।

আমরা মনে করি যে আমাদের দল/কর্মচারী/তৃতীয় পক্ষ তাদের কর্ম সম্পাদনের উদ্দেশ্যে আপনার তথ্যাবলির সংস্পর্শে প্রয়োজন মতো আসতে পারে, সেইজন্য আমরা আপনার তথ্যাবলিতে তাদের প্রবেশ সীমায়িত করেছি। আমাদের কঠোর গোপনীয়তা পালনের কর্তব্যবন্ধন আমাদের সভ্যগণ/কর্মিবৃন্দ/তৃতীয় পক্ষ-এর ক্ষেত্রেও প্রযোজ্য।

আপনার তথ্য রেখে দেওয়া

তথ্যাবলির সময়মতো নিবৃত্তির গুরুত্ব সম্পর্কে আমরা সম্যক অবহিত আছি। আপনার তথ্যাবলি সংগ্রহ, তাদের ব্যবহার বা তাদের কার্য্য সম্পাদনের উদ্দেশ্য সাধিত হওয়ার সময়ের পর অথবা আমাদের চুক্তি সম্পাদনের পর সেগুলি সঞ্চিত না রাখা আমরা সুনিশ্চিত করি, যদি না কোন আইনজনিত আইনি প্রতিবন্ধকতা এই প্রসঙ্গে বিদ্যমান থাকে। কেবলমাত্র উপরোক্ত ক্ষেত্র ছাড়া আপনার তথ্যাবলি সংগ্রহ, তাদের ব্যবহার বা তাদের কার্য্য সম্পাদনের উদ্দেশ্য সাধিত হওয়ার পরই আমরা আপনার তথ্যাবলি বিনষ্ট করে ফেলি।

আপনার ব্যক্তিগত খুঁটিনাটি বা তথ্য/প্রশ্ন বা নালিশ বিবেচনা বা আপটেড করা

আপনার দেওয়া তথ্যাবলি আপনি যে কোন সময়ে পর্য্যালোচনা করতে পারেন। আপনার দ্বারা পরিবর্তিত তথ্যাবলির সময়ানুগ অন্তর্ভুক্তি আমরা সুনিশ্চিত করব।

আপনি বিশেষ ভাবে জানাচ্ছেন যে আমাদেরকে দেওয়া আপনার তথ্যগুলি সঠিক এবং সর্বতোভাবে সম্পূর্ণ এবং কোন মিথ্যাচার, বিকৃত, কৌশলগত, প্রতারণাপূর্ণ বা বিপথে চালিত করে এরূপ তথ্য সম্বলিত নয়। এছাড়া, আপনি বিশেষ ভাবে স্বীকার করছেন যে এইসকল তথ্যাবলির সত্যতা ও বিশ্বাসযোগ্যতার জন্য আমরা দায়বদ্ধ নই এবং কোন মিথ্যাচার, বিকৃত, কৌশলগত, মানহানিকর, কুৎসাপূর্ণ, অশ্লীল, কুৎসিত, প্রতারণাপূর্ণ বা বিপথে চালিত করে এরূপ তথ্য দ্বারা ইউআইএল-এর ক্ষতিসাধন হলে ইউআইএলকে ক্ষতিপূরণ দেবার অঙ্গীকার করছেন।

এনফোর্সমেন্ট অধিকার

আমাদের সমস্ত সহযোগী সংস্থা/গ্রুপ কম্পানিগুলি এই পলিসি মেনে চলা সুনিশ্চিত করবে। তথ্যাবলিতে প্রবেশাধিকার আছে এমন আমাদের সমস্ত কর্মিবৃন্দ এবং তৃতীয় পক্ষ এই পলিসি মেনে চলবে।

সকল তৃতীয় পক্ষ কেবলমাত্র আমাদের নির্দেশ অনুযায়ী বা তাদের পরিষেবার অংশ হিসাবে তথ্যভান্ডার বা তথ্যাবলির ব্যাপারে নির্ণয়সাপেক্ষে তথ্যাবলি নিয়ে কাজ করবে। উভয়ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য তৃতীয় পক্ষ আমরা নির্বাচন করব যাঁরা চুক্তি দ্বারা বা অন্য কোন বিধিবদ্ধ ভাবে এই তথ্যভান্ডার বা তথ্যাবলির পূর্ণ সুরক্ষা সুনিশ্চিত করার জন্য যথাযোগ্য কারিগরী ও সাংগঠনিক সুরক্ষাবিধি প্রয়োগ করবেন। আমরা চাইব যে তৃতীয় পক্ষ এই পলিসি অনুসরণ করবেন অথবা আমরা যতটা সুরক্ষাসহকারে তথ্যভান্ডার বা তথ্যাবলি নিয়ে কাজ করি, ঠিক ততটা সুরক্ষা প্রদান করবেন এরূপ গ্যারাণ্টি দেবেন। এইরূপে নির্বাচিত তৃতীয় পক্ষ কেবলমাত্র প্রযোজ্য পরিষেবার চুক্তিপত্রে নির্দিষ্ট উদ্দেশ্যসাধনের কাজে ব্যবহার্য্য তথ্যভান্ডার বা তথ্যাবলিতেই প্রবেশাধিকার পাবেন এবং আইনগতভাবে ও চুক্তি মোতাবেক তাঁরা শেয়ার করছেন এরূপ তথ্যভান্ডার বা তথ্যাবলির গোপনীয়তা রক্ষা করবেন এবং এগুলিকে এর বাইরে প্রকাশ করবেন না। যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে তৃতীয় পক্ষ বিশেষ এই বাধ্যবাধকতা মানছেন না, তবে আমরা এই বাধ্যবাধকতা না মানার জন্য তাৎক্ষণিক যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও, আমাদের দলের সদস্য/কর্মচারী/স্টাফ অভ্যন্তরীণ গোপনীয়তা নীতির দ্বারা আবদ্ধ। যেকোনো সদস্য/কর্মচারী/স্টাফ যে এই নীতি বা অন্য কোনো নীতি লঙ্ঘন করবে তাকে শাস্তিমূলক পদক্ষেপের সম্মুখীন হতে হবে, যাতে চাকরির সমাপ্তি এবং/অথবা প্রযোজ্য আইনের অধীনে জরিমানা পর্যন্ত হতে পারে।

যেকোনো তৃতীয় পক্ষ এবং আমাদের দলের সদস্য/কর্মচারী/স্টাফ এতদ্বারা নির্দিষ্টভাবে স্বীকার করেন যে তিনি/সে, সকল সময়, তথ্য সংগ্রহ, গ্রহণ, অধিকার, ব্যবহার, প্রসেস, রেকর্ড, স্টোর, ট্রান্সফার, চালনা, কারবার এবং উন্মোচন করবার সময় আইটি অ্যাক্ট-এর শর্তাবলীর মেনে চলবেন। উক্ত তৃতীয় পক্ষ এবং দলের সদস্য/কর্মচারী/স্টাফ তদুপরি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে যদি তিনি/সে আইটি অ্যাক্ট-এর যেকোনো প্রাবধান লঙ্ঘন করেন, তাহলে একমাত্র তিনি/সেই বলবৎ আইনে অনুযায়ী দেওয়ানি এবং ফৌজদারী দায়ের ভাগীদার হবেন।

পলিসিটির রদবদল

কেবলমাত্র আমাদের নিয়মিত, আগাম সূচনা ছাড়াই, এই পলিসিটি নবীকরণ, পরিবর্তন বা রদবদল করবার অধিকার রয়েছে। পলিসিটি এমন নবীকরণ, পরিবর্তন বা রদবদলের তারিখ থেকেই বহাল হবে।
এইরকম রদবদল সম্পর্কে আমরা আপনাকে সূচিত করব এবং সকল পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

এই পলিসিটি কার্যকর করবার সাথেই, প্রযোজ্য ইউআইএল প্রাইভেসি গাইডলাইন অথবা তথ্য ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া এই পলিসির শর্তাবলী দ্বারা বর্জন হবে এবং সেই অনুযায়ী পরিবর্তিত হবে। এমন চুক্তির সঙ্গে যুক্ত সকল পক্ষকে পলিসিটির কার্যকর হওয়ার তারিখটি জানিয়ে দেওয়া হবে।

যদি এই পলিসিতে ব্যবহৃত কোনো শর্তাবলী বা পরিভাষা দুর্বোধ্য হয়, তাহলে আইটি অ্যাক্ট-এর অধীনে প্রতিষ্ঠিত পরিভাষা প্রযোজ্য হবে।

আপনার পছন্দ এবং আপনার প্রাইভেসির বিকল্পগুলি বাছাই করা

আমরা আপনাকে অনেক ধরনের তথ্য পাওয়ার বিকল্প দিচ্ছি যা আমাদের পণ্যগুলির পরিপূরক। আপনি সাবস্ক্রাইব করে কিছু পণ্যের তথ্য পেতে পারেন যেমন নতুন মডেল, আসন্ন প্রোডাক্ট এবং আমাদের সাধারণ যোগাযোগ যেমন অফার, সেল, ডিস্কাউন্ট কিম্বা মার্কেট রিসার্চ বা কমপ্লায়েন্স রিভিউতে অংশগ্রহণ করতে আমন্ত্রণ। আমরা সাধারণ যোগাযোগের জন্য আপনাকে ডাকযোগে পত্র, ই-মেল, টেলিফোন, অথবা মোবাইল যন্ত্রের বিকল্প দিই।

সাবস্ক্রিপশন সম্পর্কিত যোগাযোগের মধ্যে রয়েছে ই-মেল নিউজলেটার, ইত্যাদি যা বিশেষ ভাবে আপনার দ্বারা অনুরোধ করা হতে পারে অথবা যা আপনি গ্রহণ করতে সম্মত হন। এমন যোগাযোগের অনুরোধ করবার পর, আপনি এগুলি পাওয়া বন্ধ করতে চাইতে পারেন নিচে দেওয়া উপায়গুলির একটি ব্যবহার করে।

ই-মেল “অপ্ট আউট” “আনসাবস্ক্রাইব” লিঙ্কটি চয়ন করুন, বা প্রতিটি সাবস্ক্রিপশন সম্পর্কিত যোগাযোগের ই-মেলে থাকা অপ্ট আউট নির্দেশাবলী অনুসরণ করুন।
মোবাইল যন্ত্রে পাওয়া মেসেজগুলি বন্ধ করতে, মেসেজের উত্তরে “STOP” বা “END.” লিখে পাঠান।

আপনা নাম, প্রাসঙ্গিক যোগাযোগের তথ্য, এবং আমাদের যে সাবস্ক্রিপশনগুলি আপনি আর পেতে চান না তার নির্দিষ্ট তথ্য অবশ্যই দিন।

অনুগ্রহ করে অবহিত থাকুন যে আপনি যখন বিশেষ কিছু সাবস্ক্রিপশন থেকে বেরিয়ে যাবেন, এটি ইউআইএল থেকে যে পরিষেবা গ্রহণ করতে আপনি সম্মত হয়েছেন, সেগুলি প্রভাবিত হতে পারে যেক্ষেত্রে এই যোগাযোগে সম্মত হওয়া পরিষেবা গ্রহণের একটি শর্ত।

এই বিকল্পটি প্রধানত অর্ডার পূর্ণ করা, কন্ট্রাক্ট, সাপোর্ট, পণ্যের সুরক্ষার সতর্কতা কিম্বা অন্যান্য প্রশাসনিক এবং লেনদেন সম্পর্কিত উদ্দেশ্যে করা যোগাযোগের ওপর প্রযোজ্য নয়, যেক্ষেত্রে যোগাযোগের প্রাথমিক উদ্দেশ্য প্রচারধর্মী নয়।