Make A Snug Shrug

এখন গরম হলেও খুব শীঘ্রই এখানে বর্ষা আসবে আর তারপর আর্দ্রতার কারণে হাওয়া ঠাণ্ডা থাকবে। প্রতিবার যখন আপনি মুভি হল, রেস্তোরাঁ বা আপনার অফিসের মত কোনো বাতানুকূল জায়গায় যাবেন, তখন আপনার সাথে আপনার কাঁধ ঢাকা দেওয়ার, আপনাকে উষ্ণ রাখার আর আপনাকে দারুণ দেখতে লাগার জন্য কিছু থাকবে।

এটাকে প্রকল্পের রূপ দিয়ে একটা শ্রাগ সেলাই করে বানান দেখি।

এটা সহজ আর দ্রুত প্রকল্প যা সেলাইয়ের মৌলিক কৌশলগুলোকে ব্যবহার করে। এর জন্য আপনার পছন্দের একটা সামান্য একটু কাপড় প্রয়োজন আর সময়ের কথা বললে, আপনি যদি সেলাই সবে শুরু করে থাকেন, তাহলেও খুব কম সময় লাগবে।

শুরু করার আগে আপানর নিম্নলিখিতগুলো দরকার হবে।

  • আলংকারিক কাপড় (৬৭সেমি x ৮৭সেমি)
  • পুতিযুক্ত অনেকগুলো পিনের একটা পিন কুশন
  • একটা আলংকারিক ব্রৌচ

আপনার শ্রাগ তৈরি করা শুরু করুন। www.ushasew.com এ দেখুন আর সোজা চলে যান সেলাইয়ের পাঠে। শ্রাগ হল প্রকল্প নং. ৪. আপনি ক্লিক করে এই ভিডিও দেখা শুরু করার আগে অন্যান্য সেলাইয়ের পাঠগুলো দেখে আপনার সেলাইয়ের দক্ষতা ঝালিয়ে নেওয়া উচিত। একবার আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠলে এটা শুরু করতে পারেন।

প্রজেক্টের ভিডিওর শুরুতে আমরা আপনাকে কাপড় আর অন্যান্য উপকরণের পরিপ্রেক্ষিতে যা যা লাগবে সবই দেখাবো। অনুগ্রহ করে নির্দ্বিধায় অন্যান্য রঙ আর সাজ ব্যবহার করুন। যা দেখানো হয়েছে আপনাকে সেটাই অনুকরণ করতে হবে তা নয়, কাজেই সৃজনশীল হোন আর আপনার নিজের ভাবনায় কিছু তৈরি করুন। আপনাকে শুধু বুঝতে আর নির্দেশাবলী অনুসরণ করতে হবে। তা করতে কয়েকবার ভিডিও দেখে তারপর শুরু করুন।

এই শ্রাগ আপনার, তাই আপনার কল্পনাকে কাজে লাগান।

সৃজনশীল হোন, সাহসী হোন! ফ্যাশনের ক্ষেত্রে এটাই মন্ত্র আর আমরা আপনাকে এইভাবেই দেখতে চাই। আপনার শ্রাগ তৈরি করার সময় এমন কাপড় বেছে নিন যা আপনাকে উষ্ণ রাখার পাশাপাশি আপনার প্রতিভাও মেলে ধরবে।

দেখতে সাহসী এমন অ্যাক্সেসরিজ আর সাজ বেছে নিন। আমরা আমাদের তৈরি শ্রাগকে ভাল দেখাতে একটা সুন্দর কাপড়ের ফুল যোগ করেছি। আপনি যা চান তাই করুন। বড় বোতাম ব্যবহার করুন, আপনার পছন্দের খেলার দলগুলোর তালি যোগ করুন, আয়না আর চুমকি বসান, আপনি যা করতে পারেন তার কোন সীমা নেই। মনে রাখুন, এটা আপনার শ্রাগ, তাই আপনার এটাকে নিজের মতই অনন্য করে তোলা উচিত।

আপনাকে যেটার যত্ন নিতে হবে সেটা হল ফিনিশ। আর এখানেই আপনার সেলাইয়ের দক্ষতা গুরুত্বপূর্ণ। দ্রুত বা ধীরে ধীরে সেলাই করুন, যেমনটা আপনার পক্ষে আরামদায়ক। বর্ষা আসতে এখনও কিছু সময় বাকি থাকায় তাড়াহুড়ো নেই।

এই প্রকল্পের জন্য শুভেচ্ছা রইল। আপনার এটা পছন্দ হলে আমাদের সাইটের অন্যান্য প্রকল্পগুলো করার চেষ্টা করুন। আপনি আপনার দক্ষতা নিপুণ করতে চাইলে বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের বা আপনার বন্ধুদের সেলাই শেখাতে চাইলে অনুগ্রহ করে www.ushasew.com এ দেখুন।

শেখার প্রক্রিয়ার একটা ধারণা দিতে এখানে আপনি কিভাবে শুরু করবেন দেখুন:

  • একদম শুরুতেই আপনি আপনার সেলাই মেশিন সেট আপ করা শিখবেন।
  • তারপর আপনি কাগজে সেলাই করে আপনার দক্ষতা বিকাশ করবেন। হ্যাঁ কাগজ! নিয়ন্ত্রণ আর নিখুঁততা বিকাশের এটাই সেরা উপায়।
  • আপনি এই অনুশীলন করার পরে কাপড়ে সেলাই করা শিখবেন
  • আপনার এই মৌলিক ধাপগুলো বোঝার পরে তবেই একটা প্রকল্প পাবেন। আর প্রথমটাই বেশ আকর্ষণীয়।
  • আপনার তৈরি করা প্রথম প্রকল্প বুকমার্ক যা তৈরি করা সরল, সহজ আর করতে এক ঘণ্টার বেশি লাগবে না। আপনি এই প্রকল্প করে সন্তুষ্টি পাবেন। আর এটা আপনাকে পরবর্তী পাঠে যেতে অনুপ্রাণিত করবে।

এই সব পাঠ আর ভিডিও ৯টা ভারতীয় ভাষায় রয়েছে। তাই শুরু করার আগে আপনার সবচেয়ে পছন্দের ভাষা খুঁজে নিন।

আপনার জন্য ঊষার কাছে মানানসই মেশিন আছে।

ঊষায় আমরা প্রত্যেক রকম ব্যবহারকারীর জন্য কোনো না কোনো মেশিনের সম্ভার তৈরি করেছি। একদম শিক্ষানবিশ থেকে শুরু করে পুরোদস্তুর পেশাদার, আপনার জন্য আমাদের একটা না একটা মেশিন আছেই। আমাদের সম্ভার দেখুন আর আপনার দরকারমত সেরা মেশিন দেখে নিন। আমাদের গ্রাহক পরিষেবকদের সাথে আপনার কথা বলার দরকার হলে তারা আপনাকে দরকারি সমস্ত তথ্য দেবেন। www.ushasew.com এ আমাদের সম্ভারগুলো দেখুন, আপনার কোনটা পছন্দ হয় দেখুন আর তারপর আমাদের ওয়েবসাইটের স্টোর লোকেটর ব্যবহার করে আপনার কাছের ঊষার দোকান খুঁজে নিন।

আপনি সেলাই শুরু করার পরে আপনি যা যা তৈরি করবেন সেসব আমরা দেখতে চাইব।
একবার আপনি সেলাই শুরু করার পর আপনার সৃজনশীলতা দেখে আমাদের ভাল লাগবে। অনুগ্রহ করে আমাদের যে কোনো সামাজিক নেটওয়ার্কের পৃষ্ঠায় আমাদের সাথে সেগুলো শেয়ার করুন। – (ফেসবুক), (ইন্সটাগ্রাম), (টুইটার), (ইউটিউব)। আপনি কেন এটা তৈরি করেছেন, এটা কার জন্য আর আপনি কিভাবে এটা সবিশেষ করেছেন তা আমাদের বলুন।

এবার দীর্ঘ গ্রীষ্ম শুরু হতে চলেছে বলে আমরা সুপারিশ করি আপনি বাড়িতে ঠাণ্ডায় থাকুন আর আপনার পাঠ অবিলম্বে শুরু করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment